আকাশভরা সূর্যতারা...
আকাশভরা সূর্যতারা বিশ্বভরা প্রাণ
তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে আমার গান...
অসীমকালের যে হিল্লোলে
জোয়ারভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায়
লেগেছে তার টান...
বিস্ময়ে তাই জাগে আমার গান।।
ঘাসে ঘাসে পা ফেলেছি
বনের পথে যেতে
ফুলের গন্ধে চমক লেগে
উঠেছে প্রাণ মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই গান...
কান পেতেছি চোখ মেলেছি
ধরার বুকে প্রাণ ঢেলেছি
জানার মাঝে অজানারে
করেছি সন্ধান.........
The Amazing Universe
The sky is studded with
The Sun and stars
The Earth is animated beneath
And I am so fortunate to
have found my place here
that makes me wonder
And arouses my singing within.
The terrestrial force
That causes to happen the tidal wave
Makes the globe shaken
Catches up the blood-flow in my pulse
And I wonder………..
When I walk through the wilderness
stepping over grass blades
My heart gets startled and fills with joy
By the wild fragrance of flowers
And songs of joy prevails all over
And I wonder……
I lend my ears, open my eyes
On the crust of earth
I try to feel the life on it by heart
To explore unknown from the known….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন