বিকেলের তেরছা রোদ দেওয়ালে পড়তেই
ঘরের মধ্যে মাথা তুলে দাঁড়ায়
সারিবদ্ধ শমীবৃক্ষ,
ভেঙে যেতে থাকে সন্ধ্যাকালীন পুরাণ পাঠ
রাত যত বাড়ে মায়া এসে জড়ো হয়
নির্জনতা ভেঙে
এভাবেই একদিন ঘরদোর দেওয়াল মুছে যায়
অসামান্য বিকেল এসে ডাকলে
আত্মদহনে নত হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন