বুধবার, ১ জুন, ২০২২

অম্লান রায়চৌধুরী-র ঝুরোগল্প

সময়

আপনার গল্প  বলা কি এখন শেষ?

: নাতো। গল্প কি এত তাড়াতাড়ি শেষ হয়গল্পের ডাল আছেপালা আছেশাখা আছেপ্রশাখা আছে।

: তাহলে চুপ হয়ে গেলেন যে?

: নিস্তব্ধটাও কিন্তু এক ধরণের গল্প।

: এটা আবার কেমন?

: এই ধরোতোমার  চেহারার চলনফলনদেখে আমি পরবর্তী ঘটনাটা কল্পনা করিতাই নিস্তব্ধতাই আসল শক্তি  --

: তার মানে আপনি স্বতঃস্ফূর্ত নয়  - বুঝে শুনে এগোন  সেই সময় বুঝেভাষা বুঝেনিজেকে সামলান – ওটা কি সত্যিই গল্প হলো

: কেনওটাই তো গল্প কেন আমি নিজের মনন কে চাপ দেবওটা তো লীজ দেওয়া আছে সভ্যতার কাছে – দন্ডী কাটা আছেপেরোলেই রাবন আসবে  কেন যাব বলো  তাই তো ঘটনা খুজিশুধু খুঁজিনা – দেখি – দৃশ্য হতে দেইনা

: তাহলে আপনি কি এতক্ষণ কল্পনা করছিলেন না  দেখছিলেন  -- দৃশ্য আমি জানতে চাইনা       দেখাটা বলুন  অন্তত

: হুম! তবে সরি।

: এতে আবার সরি কেন?

: আপনার অনুমতি না নিয়ে কল্পনায় আপনাকেও যুক্ত করেছি   -- শুধু দেখার আঙ্গিকে দৃশ্য তো বলতে নেইতাই বলবনা

: কি কল্পনা করলেন?

: তাতো বলা যাবে না। কল্পনারা যতক্ষণ আলোহীন থাকে ততক্ষণ সজীব থাকে। আলোর দেখা পেলে কল্পনা তার সজীবতা হারায়।

: হেয়ালি রাখেন। যাকে নিয়ে কল্পনা করছেন সে যদি পাশেই থাকে তাহলে কল্পনার কি দরকাররাত বাড়ছে।  

: আচ্ছা সেকেন্ডের কাটাগুলো এত দ্রুত যাচ্ছে কেনএত দ্রুত?

: সকালকে ধরবে বলে।

: লাভ কিসকালকে ধরবে বলে ছুটছে। সকালকে ধররে আবার দুপুরকে ধরতে যাবে। সেটাকেও ধরে রাখতে পারবে না। বিকেল হবেসন্ধ্যা হবে। তারপর রাত। 

এই বৈচিত্রের কাছে আসার কি প্রয়োজন , যেখানে আমার দেখা ঠিক , দেখানো ঠিক , বোঝানোরও  কোনো সমস্যাই নেই – প্রান বাঁচাতে বুঝবে

এরকমের শ্রোতাই তো চাই  

: তাহলে সাবধানে থাকবেন আপনাকে যেন শ্রোতা হতে না হয় – সেরকম  নজর দারী আছে তো

: নিশ্চয়ই আছে , আমার নিজেকে রাখতে হয়না, যারা আমায় ভাবায় , লেখায় তারাই রাখে নিজেদের স্বার্থে। আসলে কি জানেন, শ্রোতা হবে মৃত্যুর কাছাকাছি মানুষেরা উপভোগ করতে চায় জীবনের শেষ সন্ধ্যাটা ফল প্রতিফল কেউই আশা করেনা চৌখস শ্রোতা কোথায়, ওরা তো আটকা অন্য গল্পে --  

তাই সময়টাকে আটকে রাখতে চাই সময়ের বৈচিত্র চাই না , আসলে কাউকেই ধরে রাখতে পারে না সময়শুধু ছুয়ে যায়।

: আপনিও কি তাই সময়ের লেজ ধরে আপনার মনের মতন হবেন?

: ওটাই চাওয়া, তবে সেই শ্রোতাদের মিছিল আসবে কি এই অল্প সময়ে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন