অদৃশ্য দ্বীপ
নীল পাহাড় আর বালিশূন্য তীরের মাঝে
আমাদের স্থিতি মেনে নিয়েছি একসময়,
যেখানে প্রার্থনা ও সতর্কতায়
কেটেছে আমাদের মরিয়া রাত্রি।
আগুন জ্বালাবার জন্য
আমরা একসময় সংগ্রহ করেছি
স্রোতে ভেসে আসা কাঠের গুঁড়ি।
আবার মহাকাশের মতো ঝুলিয়ে রেখেছি
আমাদের বৃহৎ কড়াই।
দ্বীপটা আমাদের অন্তরাল তছনছ করেছে
একটি ঢেউয়ের মতোই।
এটা প্রতিভাত হয়েছিল যে, এই মৃত্তিকা
আমাদের দৃঢ়ভাবে আশ্রয় দিয়েছে,
যখন যখন আমরা চরম আশ্লিষ্ট হয়েছি।
তবে, আমার বিশ্বাস যা যা ঘটেছে, সবই কাল্পনিক।
দুধের কারখানা
খরগোশের অসার ক্ষুদ্র লেজ
ঘুরতে থাকে নলের খোলামুখ থেকে।
আমরা সাময়িক নিবৃত্ত থাকি অন্য প্রান্তে
এবং পর্যবেক্ষণ করতে থাকি...
দুধের মতো জল নির্গত হচ্ছে অনুপ্রবিষ্ট প্রান্ত থেকে।
যেন ভাঙা মাটির পাত্র থেকে দুধের সারাংশ উপচে পড়ছে
অবহেলিত সাদা মেঝেতে, যেখানে বদলি শ্রমিকের দল
সারাক্ষণ অতি কষ্টে চলাফেরা করে!
অথচ কারখানা তার দূরত্ব বজায় রাখে
উজ্জ্বল পাটাতনে আচ্ছ্যদিত তারকা জাহাজের মতো।
শিশিরভেজা নরম চোখের বাছুরের আদলে
আমরা সেখানে যাই,
কপটতার ঝকঝকে রঙিন আভায় বিস্মিত হই।
[কবি সিমাস হিনি (Seamus Heaney)-র জন্ম উত্তর আয়ারল্যান্ডে। ১৯৩৯ সালে। তিনি একজন আইরিশ কবি। প্রথম জীবনে ফ্রীলান্স লেখালেখি ও প্রচারের কাজে যুক্ত ছিলেন, পরে অধ্যাপনা। বহু পুরস্কারে সম্মানিত। কবিতার জন্য পেয়েছেন Whit bread book of the year award ১৯৯৩ ও ১৯৯৬ সালে এবং সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৯৫ সালে। তাঁর লেখায় বিশেষভাবে উঠে এসেছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং ন্যায়বিচার। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-- Death of a Naturalist(1966), Wintering out(1972), The Haw Lantern (1987) বিশেষভাবে উল্লেখযোগ্য । নোবেল জয়ী এই কবি ২০১৩ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।]
অনেক দিন বাদে আপনার লেখা কবিতা পড়লাম।
উত্তরমুছুনভালোলাগলো
উত্তরমুছুনঅশেষ ধন্যবাদ। রঙিন ক্যানভাস আরো রঙিন হয়ে উঠুক।
উত্তরমুছুন