খণ্ড স্মৃতির আড়াল
কারো কোনো খণ্ড স্মৃতির আড়ালে আজো
বসে আছি হাত-পা গুটিয়ে --
উঠোনের কোণে পড়ে আছে ধুয়া-মুছা রোদ,
তোমরাও সেইভাবে জেগে আছো, যেন কবেকার
কোনো মরে যাওয়া নদী--
বিকেলের ফিরে যাওয়া উড়ছে বাতাসে
পিছন ফিরে তাকানোগুলো ঘেমে গেছে
প্রখর রৌদ্রে, আর নিষ্করুণ
অন্ধকারে ডুবে আছে জীবনের মুখ--
রথের দিনের বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই তো
ফিরে গেছ হৃদয়ের চাল-চুলো ভেঙে,
তোমার স্মৃতিরা হাঁটুজলে ডুবে আছে
নিরুত্তর নগ্ন কুয়াশায় --
মরে যাওয়া বেলগাছ তলে শুয়ে আছে জীবনের
ভেতর ও বাহির সাড়াশব্দহীন--
যে বাঁশি বাজিয়ে তুমি চলে গেছ একা
তা যে আজো বেজে যায় ঝরে পড়া সেগুন পাতায়
ধুলো-ওড়া পথের বাঁকে, নির্জন পাড়ে!
চমৎকার
উত্তরমুছুন