শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

সোনালি বেগম-এর কবিতা


প্রশ্নচিহ্ন

অ্যাডভার্টাইজিং পর্নগ্রাফি সেক্সওয়ার্ক

শ্রমিক-জীবন লাঞ্ছিত নারীর অবস্থান।

 পণ্য-পণ্য খেলায় মৃত্যুপ্রিয়তা

চিনতে শিখতে সূর্য মধ্য-আকাশ।

সীমার মাঝে অসীম মেশে

ছেড়ে আসে সে অসহ্য সাহস-তাগিদে।

ধান্দেওয়ালি যে সেও তো মা

সম্মানিত পথে ফিরে যাবার নেশায় প্রশ্নরত।

অর্থনৈতিক স্বাধীনতা কর্মক্ষেত্রে সহ্য অসহ্য নিয়তি

এইচ.আই.ভিএইডস ভাইরাস তছনছ ইতিহাস।

অসংখ্য প্রশ্নচিহ্ন উড়ে বসে ছাদে  কার্নিসে...

২টি মন্তব্য:

  1. সড়া জাগানো কবিতা ।
    শেষ লাইন টা অসাধারন।

    উত্তরমুছুন
  2. সুন্দর কবিতা। "চিনতে শিখতে" এখানে চিনতে শিখছে লিখলে কি ভালো হয়?

    উত্তরমুছুন