শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

কৌশিক সেন-এর কবিতা

চৈত্রদিনে

 

ক্ষুধাপ্রাকারের আগুন জ্বলছে চোখে

নীনিকা জুড়ে ধেয়ে আসে মরুঝড়

আদি মধুশালা ধ্বস্ত হয়েছে শোকে

অলখে জমেছে ধূলিকণা, প্রস্তর।

 

পথদেবতার কুলায় জমেছে রোগ

মাতনের দিনে চোখ তবু জলে ভরে

প্রপাতের মুখে ভেসে যায় সম্ভোগ

স্তব্ধ মেঘেরা বেঁধেছে পরস্পরে।

 

উচাটন মনে অগণন ঘনঘটা

পটভূমি জুড়ে মনছোঁয়া পীতবাস

সব ক্ষুধা শোষে দিনের রৌদ্রছটা

ঘন শীত শেষে বাঁচেতো চৈত্রমাস!

 

আঁখিবলয়ের ভেতরও পেঁচারা জাগে

ক্ষুধা মেটে জানি পলাশের সংরাগে!!


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন