সাদায় কালোয়
এক মিনিট
অ্যাকশন অর্থে তেমন নীরবতায়
দড়ি উঠছে
দড়ি নেমে আসছে
খাপখোলা ব্যাকুল কবিতায়
একটা ল্যাণ্ডিং স্পেস
ঘন হয়ে
আলোছাপ বোতামছাপ দিন
এই খসখসে টেক্সচার
বারবার সুর বদলে বদলে
অ্যায় দিল-এ-নাদান
অ্যায় দিল-এ-নাদান
লো অ্যাঙ্গেল থেকে
দেখতে পাচ্ছেন
ডুবে যাওয়া হরফগুলো আবার ভেসে উঠছে...
নীলাব্জ যথা...
উত্তরমুছুন... ব্যাকুল কবিতায়...
মুছুননীলাব্জ যথা...
উত্তরমুছুন