আমেরিকান বুলডগ
দীপমালা আমাকে অভয়দান করে বলেছিল, তুই একদম ভয় পাবি না। যে কোনোদিন সন্ধ্যে নাগাদ আমাদের বাড়িতে চলে আসিস। আমার মা-বাবা খুব লিবারেল মাইন্ডের। আমি তোর কথা বলেছি। তোকে ওঁরা দেখতে চায়, কথা বলতে চায়। বুঝতেই পারছিস, আমি মা-বাবার একলৌতা কন্যা। তাই তাঁদের মেয়ে কোন ছেলেকে পছন্দ করেছে, তা তাঁরা যাচাই করে নেবেন না?
-তার মানে তুই বলতে চাইছিস, আমাকে তাঁদের পছন্দ না হলে তোর সঙ্গে আমার বিয়ে হবে না?
দীপমালা রীতিমতো সিরিয়াস গলায় বলল, হ্যাঁ, সেই রিস্ক তো আছেই! তোকেই ব্যাপারটা ম্যানেজ করতে হবে।
-মানে? আমি কীভাবে ম্যানেজ করব?
-সেটা তোর ভাবার। যেভাবেই হোক আমার মা-বাবাকে ইমপ্রেস করতে হবে তোকে।
দীপমালার সঙ্গে আমার ভাব ভালোবাসা মাত্র বছর খানেকের। একই অফিসে কাজ করি। আমার খুব ইচ্ছে, দীপমালাকে সহকর্মিনীর সম্পর্ক থেকে সহধর্মিনী সম্পর্কে প্রমোট করার। কিন্তু দীপমালা জানিয়েছে, তার মা-বাবার সম্মতি ছাড়া আমাকে বিয়ে করা সম্ভব নয়। সুতরাং আমাকে ইন্টারভিউ দিতে হবে তাঁদের কাছে। তবে চিন্তার তেমন কোনো কারণ নেই, কেননা তাঁরা নাকি উদার মনের মানুষ, মানে লিবারেল মাইন্ডের।
শেষপর্যন্ত একদিন নিজের মনের ভয়কে জয় করে পৌঁছেই গেলাম দীপমালার বাড়িতে। কলিংবেল টিপতে দীপমালাই দরজা খুলল। আমি প্রস্তুত হচ্ছিলাম লিবারেল মাইন্ডের আমার হবু শ্বশুর-শাশুড়ির মুখোমুখি হবার জন্য। ঘরের ভেতরে আমার একটা পা’ও বাড়িয়ে দিয়েছিলাম। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। আমার জানা ছিল না, দীপমালাদের বাড়িতে কুকুর আছে। তাও যেমন তেমন কুকুর নয়। বিশাল আকারের মুখ থ্যাবড়া কুকুর। কুকুরটা দৌড়ে এসে আমার ওপর সরাসরি হামলে পড়ল।
কুকুর সম্পর্কে আমার কোনো পড়াশোনা নেই। জীবনে কখনও কুকুর পুষিনি। কোনটা কী জাতের কুকুর, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি শুধু চিনি নেড়ি কুকুরদের। আমাদের পাড়ায় যথেচ্ছ ঘুরে বেড়ায়। আমি অবশ্য নিতান্ত ছেলেবেলা থেকে কুকুরদের প্রচন্ড ভয় করি। তবে পাড়ার কুকুররা জানে, আমি তাদের প্রতিবেশী, তাই কিছু করে না। কিন্তু একটু রাত হয়ে গেলে, যখন আমি বাইকে অন্য কোনো পাড়ায় যাই বা ফিরি, তখন সেই পাড়ার কুকুরগুলো আমাকে রেহাই দেয় না। রীতিমতো তাড়া করে।
দীপমালা আমাকে বলল, তুই ভয় পাস না। ও খুব ভালো কুকুর, আমেরিকান বুলডগ।
-ভালো কুকুর! তো আমার ওপর চড়তে চাইছে কেন?
-আরে না না। তোর গায়ের গন্ধ শুঁকছে শুধু।
-আমার গায়ের গন্ধ কেন শুঁকবে? এমন তো কোনো কথা ছিল না! তোদের বাড়িতে যে কুকুর আছে, তাই আমি জানতাম না। জানলে আসতামই না। কুকুরে আমার বড় ভয়। ওরা লিবারেল মাইন্ডের নয়।
-সে কী রে! তাহলে তুই এই বাড়িতে বিয়ে করতে আসবি কীকরে? বিয়ের পর অষ্টমঙ্গলাতেও তো আসতে হবে! তাছাড়া প্রতি বছর জ্যৈষ্ঠমাসে জামাইষষ্ঠী। এছাড়াও নববর্ষের দিনে এবং দুর্গাপুজোর আগে মা-বাবাকে নতুন জামাকাপড় দিতে আসতে হবে!
-দীপমালা, আমি কনফিউজড, তোকে বিয়ে করাটা ঠিক হবে কিনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন