বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

সুধাংশুরঞ্জন সাহা-র কবিতা

দেশকাল

 

(এক)

গাছ ছিল নদী ছিল মাটির সনেটে

স্বপ্ন আঁকা ছিল চোখে দিনের বেলায়

আমি কি অচিনপুরে জীবন খেলায়?

ঘুম নেই চোখে আজ ভাত নেই পেটে।

 

গতি খুব ভালো তবে কেড়ে নেয় প্রাণ

মুঠো ভরা আলো ছিল মিছিলে মিছিলে

মদ মেয়ে প্রতারণা সব খেলো গিলে

দাবানল ছিল চোখে আজ খান খান।

 

যতটুকু ভালো ছিল সব ধুয়ে ফেলে

খাল কেটে ডেকে ডেকে এনেছ কুমির

এবার কে সামলাবে, আছে কোন বীর !

ভালোবাসে দেশ যারা পচে মরে জেলে।

 

দ্বীপ ছিল আন্দামান আর নিকোবর

জ্বলতে জ্বলতে দীপ নিভে গেছে গড়।

 

 

 

(দুই)

ঘুরে দাঁড়াবে কি পথ, হাতে নিয়ে লাঠি?

মাটি চাপা পড়ে গাছ হয়েছে কয়লা

দেশকাল জলবায়ু সব কি ময়লা!

দেশ জুড়ে পথে পথে চাষী পাটকাঠি।

 

কেউ কারো জন্য নই মনে অহংকার

প্রেমের আসল মানে ঘৃণা ঘৃণা ঘৃণা

-জীবন নিয়ে আর পেরে উঠছি না

জীবন মরণ ভুলে মেনে নেব হার?

 

পেট্রল ডিজেল গ্যাসে রাশি রাশি ক্রোধ

যত দূর চোখ যায় সরব দুপুর

এবার পড়েছে ধরা মিথ্যা শান্তিপুর

মানুষের চাপে পড়ে সেজেছে নির্দোষ।

 

রোগে শোকে মানুষের কাঁচুমাচু মুখ

ওষুধ না খেলে ভালো হয় না অসুখ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন