এইখানে ঘুম , অবুঝ রাত্রির ডানা
মেঘের মিনার ছুঁয়ে উড়ে যায় উবুদশ পাখি
তার চোখে উঁকি মারে শিশিরের খুনসুটি কণা
তিল তিল সুখ
ঠোঁটে ঠোঁটে তৃণের সংসার ঠোকাঠুকি লেগে ভেঙে যায় আর
পড়ে থাকে মুহূর্তের শান্তি স্বস্ত্যয়ন
গোপনতা ভেঙে উঠে আসে উন্মুখ উরুর উট ও ভ্রুভঙ্গি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন