মিঠাস্
ঠান্ডা আর কুয়াশায় ঘেরা রাত। সিমলায় লাগাতার
বরফপাত। সঙ্গে বৃষ্টিও। হাড়-কাঁপা ঠান্ডায় উত্তরাখণ্ডের
দেরাদুন হরিদ্বার উধমসিংহনগর...। কঠিন ঠান্ডায়
অসংখ্য মৃত্যুও। গরম কম্বল মেলে দেয় উষ্ণ হাত।
দাউ দাউ আগুন। বরফচাদর-ঢাকা পর্বতশিখর।
এমন শীত গমক্ষেতের কৃষকের হাসি ছড়ায়। আর্দ্র বাতাস
অসহ্য ঠান্ডায় অধিক মিঠাস্ মিশ্রিত শিশিরসিক্ত
রক্তিম আপেল। আবছা আলোকবিন্দু ধোঁয়ায় দোলে
কুমায়ুন গাড়োয়াল।
খুব ভালো লাগলো।
উত্তরমুছুনপ্রকৃতি চিত্রণের চিত্রকল্পে কবিতাটি ভাবগভীর
উত্তরমুছুন