বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

সোনালি বেগম-এর কবিতা

 

মিঠাস্

 

ঠান্ডা আর কুয়াশায় ঘেরা রাত। সিমলায় লাগাতার

বরফপাত। সঙ্গে বৃষ্টিও। হাড়-কাঁপা ঠান্ডায় উত্তরাখণ্ডের

দেরাদুন হরিদ্বার উধমসিংহনগর... কঠিন ঠান্ডায়

অসংখ্য মৃত্যুও। গরম কম্বল মেলে দেয় উষ্ণ হাত।

দাউ দাউ আগুন। বরফচাদর-ঢাকা পর্বতশিখর।

এমন শীত গমক্ষেতের কৃষকের হাসি ছড়ায়। আর্দ্র বাতাস

অসহ্য ঠান্ডায় অধিক মিঠাস্মিশ্রিত শিশিরসিক্ত

রক্তিম আপেল। আবছা আলোকবিন্দু ধোঁয়ায় দোলে

কুমায়ুন গাড়োয়াল।

২টি মন্তব্য: