বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

মৃণালেন্দু দাশ-এর কবিতা


 সিনেমা

ভাঙতে  ভাঙতে  পাড় , ধস !
উঠোন ভাসছে জলে  ঘর  গিয়েছে  ভেসে , অকূলে

মা-মনসা ফোঁস  চারদিকে  শোরগোল
আসমানে  নাই  তারা  চাঁদের ইশারা
সেগুন গাছের পাতায়  রাত জোনাকি
দূরের গাঁয়ে কুপির আলো মন করে আনচান
জল থই  থই ওইখানে যে আমার ছেলেবেলা —

সিনেমা দেখার পর হাওয়ার  ওড়ে চিনা বাদামের খোসা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন