সম্ভাবনা ছিল
এতটা সম্ভাবনা ছিল এতটাই সম্ভাবনা
অনায়াসেই পেরোনো যেত সব সীমাবদ্ধতা
ঘোড়া হয়তো টাট্টু ছিল তবু সে তো ঘোড়াই ছিল
ছিল দ্রুততা ও সজীবতার সব উপাদান
নিরন্তর ছুটে যাবার বাহার
অথচ কোথাও যাওয়া হলো না কারও
গুহা থেকে নিয়ে আসা হলো না কোনো সীতাহার
যতটা এগিয়ে যাবার পর বলা যায় অগ্রসর হলাম
আরও অগ্রসর হলে পৌঁছে যেতে পারি বৃহস্পতির উদ্যান
যাওয়া হয়তো যেত সবারই তো টাট্টুঘোড়া ছিল
টাট্টু হলেও সে তো ঘোড়াই ছিল
কিন্তু যাওয়া হলো না কোথাও কারও কোনোদিন
যতটা সম্ভাবনা ছিল যথেষ্ট সম্ভাবনা ছিল
সবটুকু থেকেই গেল তার যাবতীয় সম্ভাবনার গভীরে
অথচ অনায়াসেই যাওয়া যেত সেই গুহায়
বৃহস্পতির উদ্যানের কথকতায়
পেরিয়ে যেতাম সব সীমাবদ্ধতার সীমারেখা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন