রঙিন ক্যানভাস
' আমি লিখলেই ক্যানভাসটি রঙিন হয়ে উঠবে '
এই বাক্যটিকে আপ্তবাক্য বলা সমীচীন হবে কিনা
জানি না ,না-জানার জন্য আমার অজ্ঞতার
দুই দিকে দুটি মেষপালকের টুপি
লাগিয়ে দিতে সক্ষম হলেই দেখতে পাবেন
গঙ্গাপদ বসু নামক এক মহার্ঘ্য অভিনেতাকে
স্থান, কাল এবং পাত্র সম্পর্কে সম্যক উপলব্ধি
না-থাকলে আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়ার অর্থ
হল ময়ূরের পালক থেকে নীল রংটিকে
আলাদা করে ব্যবহার করার অভিপ্রায়
কিংবা সূর্যাস্তের থেকে কমলা রং-কে
ক্যানভাসে লিখব , এইজন্যই এত রং
এসে পড়ল, দেখে নিন
ইতিমধ্যেই রঙিন হয়ে উঠেছে ক্যানভাসটি
02 . 12 . 2020 ♢ 14 : 02
গঙ্গাপদ বসুটি কে জানার আগ্রহ রইল
উত্তরমুছুনপ্রভাতদা ত লিখেইছেন গঙ্গাপদ বসু (১৯১০-১৯৭০) এক মহার্ঘ অভিনেতা। নাগরিক, নববিধান, জলসাঘর, অযান্ত্রিক, মানিক, এখানে পিঞ্জর প্রভৃতি অজস্র ছবিতে অসাধারণ অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন, বিশেষ করে খল চরিত্রে।
উত্তরমুছুন