সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

পাপড়ি গুহ নিয়োগী

 


 গন্ধ 


মুখোশের দেশে মুখহীন  বেকার আমরা

দীর্ঘদিন  কুকুরের মতো পড়ে  আছি  

 

নিজেকে হত্যা করেছি বহুবার

এখন আর লজ্জা করে না

 

একদল  ঘুষখোর সাইকো

মিছিলের আসল চেহারা দেখায়  

 

সিগনালে গন্ধ শুঁকি স্মৃতির

এখন  লজ্জা পায় গিরগিটিও 

 

ওরা জানে না

নদীর  দীর্ঘশ্বাস মরুভূমির আয়োজন করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন