মায়া
সারি সারি সাজানো পুতুল
চারপাশে শোকসংগীত
ঘুমের ভেতর দেখি শ্যাওলার সবুজ
সানগ্লাস খুলি।দেখি কুয়ো
ও বালতি
কমার পাশে সেমিকোলন রাখি
আর নদীর জলে মেঘের মায়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন