ইমামু আমিরি বারাকা (লেরয় জোনস)
কা’বা
বন্ধ জানলা চেয়ে থাকে নিচে
একটা নোংরা উঠোনের দিকে, আর কালো মানুষেরা
ডাক দেয় এদিক থেকে ওদিকে, চিৎকার করে অথবা হেঁটে যায়
ইচ্ছার স্রোতে নিয়ম লঙ্ঘন করে পদার্থবিজ্ঞানের।
শব্দে পরিপূর্ণ আমাদের জগৎ,
আর কারো জগতের চেয়ে সুন্দর আমাদের জগৎ,
যদিও আমরা দুঃখ পাই আর একে অন্যকে খুন করি
আর অনেক সময় হাওয়ায় হাঁটতে পারি না।
আমরা সুন্দর জাতি
আমাদের কল্পনাশক্তি আফ্রিকান
মুখোশ, নাচ, আর সংগীতের উত্থানে ভরা
আমাদের আফ্রিকান চোখ, আর নাক আর বাহু
যদিও ধূসর শিকলে বাঁধা আমরা পড়ে থাকি এমন এক জায়গায়
যা শীতে ভরা, যদিও যা আমরা চাই তা হল সূর্য।
আমাদের বন্দি করা হয়েছে,
আর আমরা চেষ্টা করছি মুক্তি নিতে
সেই সুপ্রাচীন রূপকল্পে,
নিজেদের সঙ্গে এক নতুন আলাপচারিতায়,
আর আমাদের কৃষ্ণ পরিবারে। আমাদের যাদুবিদ্যা চাই,
আমাদের এখন যাদুমন্ত্রের প্রয়োজন, জাগিয়ে তুলতে,
ফিরে যেতে, ধ্বংস করতে আর সৃষ্টি করতে। কি হবে
সেই পবিত্র শব্দ?
[ঊনিশশো তিরিশের দশকে প্যারিসে বসবাসকারী তিনজন কৃষ্ণাঙ্গ, এমে সেজেয়ার, লেয়ঁ দামা ও লেপোল্ড সাঁগরের প্রভাবে সমগ্র পৃথিবীর কৃষ্ণাঙ্গ মানুষের মানবতাবোধ জাগ্রত করবার আন্দোলন ‘নেগ্রিত্যুড মুভমেন্ট’ সুরু হয়। সেই ঢেউ আমেরিকায় প্রবাসী লক্ষ লক্ষ আফ্রিকান মানুষের বুকেও দোলা দিল। তিনদশক পেরিয়ে এসে সেখানে শুরু হল কৃষ্ণশক্তি আন্দোলন বা ‘ব্ল্যাক পাওয়ার মুভমেন্ট’। এর আগে সেখানে যে কালো মানুষের আন্দোলন বা ‘হার্লেম রেনেশঁস’, হয়েছিল তা ছিল মূলতঃ সাংস্কৃতিক আন্দোলন। কিন্তু কৃষ্ণশক্তি আন্দোলন এক কৃষ্ণাঙ্গ রাজনীতিতে উদ্বুদ্ধ হল। কালো মানুষ এতদিনে তাঁদের সুপ্রাচীন মাতৃভূমি আফ্রিকাকে স্মরণ করলেন, নিজেদের প্রথমে আফ্রো-আমেরিকান ও তারপর আফ্রিকান-আমেরিকান বলে চিহ্নিত করতে থাকলেন। শ্বেতাঙ্গ আমেরিকা থেকে নিজেদের আলাদা করতে চেয়ে অনেকেই আমেরিকান নাম পালটে নিজেদের নতুন আফ্রিকান নাম রাখলেন। তিনজন কবি নতুন নাম নিলেন ইমামু আমিরি বারাকা, হাকি মধুবুটি আর এনিটজাকে শাঙ্গে।
ইমামু আমিরি বারাকার জন্ম ১৯৩৪ সালে, হার্লেম রেনেশঁস আর কৃষ্ণশক্তি আন্দোলনের মাঝামাঝি সময়ে। ২০১৪ সালে মৃত্যু হয় কবির। আমেরিকান নাম লেরয় জোনস-এর পরিবর্তে আফ্রিকান নাম নেবার মধ্যেই তাঁর সুগভীর জাতিচেতনার পরিচয় মেলে। বারাকার কবিতায় একদিকে যেমন কৃষ্ণাঙ্গ জাতিচেতনার প্রকাশ, তেমনই তাঁর কন্ঠস্বরে আমেরিকার কালো অভিজ্ঞতার মূলে যে হিংস্রতা তার পূর্ণ অভিব্যক্তি। এই হিংস্রতার প্রকাশের জন্য তাঁর কবিতা কিছু বিতর্ক তুলেছিল, কিন্তু একজন শ্রেষ্ঠ আফ্রিকান আমেরিকান কবি হিসেবে আজ তিনি পূর্ণ স্বীকৃতি পেয়েছেন।]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন