বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মৃণালেন্দু দাশ-এর কবিতা


অশালীন শূন্যতা 

বিষন্ন খুঁজে নেয় তোমাকে ,
এক আশ্চর্য দ্বীপের ভিতর অশালীন শূন্যতা
সন্দিহান বায়ু , ভ্রুভঙ্গে ফেটে পড়ে তির্যক শ্লেষ ...

পিছনে থাকে অনেক ধুরন্ধর শলাপরামর্শ
এবং অহেতুক কৌতুহল

একটু একটু করে ফোঁসে রাগ তুষ কান্না আর
অভিমানদাউ দাউ দেহ

পতঙ্গরা খেলা করে কীটদষ্ট পাতায় পাতায়
ক্রমশঃ তোমাকে হত্যা করে নির্জনতা

গব্বের উনুনে ছলকায়   ভালোবাসার  সংসার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন