সময়ের ঘড়ির কাঁটা রয় না থেমে
হাজার বাধা আসে তবু যাই না দমে,
ছোট ছোট মুহূর্ত গুলো সজীব হয়ে
ছুটে চলে জোর কদমে জীবন পেয়ে l
চলার পথ-ই গতির শক্তি যোগায়
ক্ষনে ক্ষনে প্রতি জনে রূপ বদলায়,
সবে মিলে একই সাথে দূর পাল্লায়
ছুটে চলে বিজয় রথে সম-হল্লায় l
বাহ্,ঘড়ির কাঁটা নামকরণ এবং বিষয় নির্বাচন বেশ ভালোলাগলো। ধন্যবাদ কবিকে।শুভ কামনা রঙিন ক্যানভাস।
Asadharon.
অপূর্ব অপূর্ব সুন্দর
বাহ্,ঘড়ির কাঁটা নামকরণ এবং বিষয় নির্বাচন বেশ ভালোলাগলো। ধন্যবাদ কবিকে।শুভ কামনা রঙিন ক্যানভাস।
উত্তরমুছুনAsadharon.
উত্তরমুছুনঅপূর্ব অপূর্ব সুন্দর
উত্তরমুছুন