বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

সৈয়দ শীষমহাম্মদ-এর কবিতা

ঘড়ির কাঁটা

সময়ের ঘড়ির কাঁটা রয় না থেমে

হাজার বাধা আসে তবু যাই না দমে,

ছোট ছোট মুহূর্ত গুলো সজীব হয়ে

ছুটে চলে জোর কদমে জীবন পেয়ে l



চলার পথ- গতির শক্তি যোগায়

ক্ষনে ক্ষনে প্রতি জনে রূপ বদলায়,

সবে মিলে একই সাথে দূর পাল্লায়

ছুটে চলে বিজয় রথে সম-হল্লায় l

 

৩টি মন্তব্য: