প্রিয় হিংলো এখনো অতীতের কথা বলে;
কাছে গেলেই তার প্রগলভ আচরণ
আমাকে বিস্মিত ও আলোড়িত করে।
কল্লোলিনী ক্ষীণতোয়া তটিনী থেকে
সহসা লাস্যময়ী দামিনী হয়ে উঠে;
অভিযোগের বন্যা বইয়ে দ্যায়।
আমি কান পেতে শুনেছি সেসব।
তাই তার দুঃখের কথা, পুঞ্জীভূত
অভিমানের ব্যথা, আমাকে সে
শুনিয়ে যায়, কলকলিয়ে।
উত্তর পারের গাছগুলি ছিল
তার লাবণ্যের রূপটান,
একগুচ্ছ কেশদাম;
রাতের আঁধারে সেগুলি নির্বিচারে কাটা হয়েছে,
কেউ জানতেও পারেনি।
তার জায়গায় আজ,
বিশালাকায়, গগনচুম্বী
ইটভাঁটার ধূম্রবাহী চিমনি।
বালিয়াড়ির মাঝখান দিয়ে সারাটা বছর
কুলকুল ধারায় বইত তার কাকচক্ষু জল।
তা হয়েছে আজ ক্ষীণস্রোতস্বিনী
ইসলামকুড়ির ড্যাম কেন বাঁধা হল?
কার লাভ হলো তাতে?
মাঝখান দিয়ে সে আর বইতে পারেনা
দুপাশে ক্ষীণধারার সোঁতা, দুদিকে লাগাম !
প্রশ্ন রাখে আকুল, তার এই বন্দিরূপ
আমাদের কি ভালো লাগে ?
কেড়ে নিয়েছে তার চলার বেগ,
কেড়ে নিয়েছে বুকভরা আবেগ।
আমি চুপচাপ সেসব কথা শুনি
হিংলোর হতশ্রী চেহারা দেখে।
আমার মুখে কথা সরেনা
পালিয়ে আসি কোন কথা না বলেই।
আমার ছেলেবেলার প্রিয় চারণক্ষেত্র,
কোজাগরীর মায়াবী জোছনার বেলা,
অন্তহীন আর আগ্রাসী লোভের বলি হিংলো
আজ জরাগ্রস্ত মুমূর্ষু এক নারী।
হিংলোর সঙ্গে আমরাও যেন হিংলোই হয়ে গেছি। সমাজ সংস্কার সবই আমাদের চারিদিকের অবস্থানকে যেন শ্রীহীন জীর্ণ করে তুলেছে। বন্ধুর সঙ্গে সে বন্ধুত্ব,আত্মীয়র সঙ্গে সেই আত্মার আত্মিকতা হিংলোর পাড়ের জঙ্গলের গাছ গুলোর মতই রাতের অন্ধকারেই নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে।শুধুমাত্র সম্পর্কগুলো হিংলোর ক্ষীণ জলধারার মতো মৌখিক। আমাদের বর্তমান জীবনের সঙ্গে জীবনধারার সঙ্গে হিংলো কবিতা যেন একটা রূপক।
উত্তরমুছুনKobir shafollo toh sekhanei ja pathoker mon porsho kore.amra chi ei Hongloniye amader ojana totho amader upohar deben.sottoi amra Hinglor moto nishchenno hoye jacchi.
উত্তরমুছুনএকটা অভিমান, তীব্র ক্ষোভ ঝরে পড়েছে নদীর বন্দিদশা দেখে। অপরিকল্পিত নদী বাঁধ পরিবেশের ক্ষতি করে।এই ক্ষতিই কবির মনে ক্ষতের সঞ্চার করেছে। তাই বড়ো বেদনার সঙ্গে কবির সত্যবদ্ধ উচ্চারণ "অন্তহীন আর আগ্রাসী লোভের বলি হিংলো/আজ জ্বরাগ্ৰস্ত মুমূর্ষু এক নারী ।" আমার মনে পড়ে যায় কবি আব্দুস সামাদের "ম্যাসাঞ্জোরে একদিন" কবিতায় বন্দি নদীকে "বিষণ্ণ যুবতী" বলেছেন। কবির জন্মদিনে তাঁর কবিতা পড়লাম।এও এক অন্য ধরনের অনন্য আনন্দ। ভালো থাকবেন কবি শুভেচ্ছা ও অভিনন্দন।— যযাতি দেবল,পানাগড় গ্ৰাম।
উত্তরমুছুন