কবি রোশনি ইসলাম
রোশনি ইসলাম একুশ শতকের প্রথম দশকের কবি। জন্ম ২৫ আগস্ট ১৯৯৬। জন্ম থেকে দিল্লিতেই বসবাস। বর্তমানে দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের গাজিয়াবাদে থাকেন। ফেব্রুয়ারি ২০০৩ কেরলের কোটিয়াম থেকে প্রকাশিত ম্যাজিক পট-এ পেন্টিং কনটেস্টে প্রথম পুরস্কার এবং আরো কিছু পুরস্কার পেয়েছেন তিনি। ইংরেজি এবং বাংলায় নিয়মিত কবিতা লিখে থাকেন। তাঁর কবিতা ইতিমধ্যে ভারত, বাংলাদেশ, আমেরিকার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ছবি আঁকতে ও ডিজাইন করতে ভালোবাসেন। দিল্লি, পশ্চিমবাংলা, বাংলাদেশ-এর অনেকগুলো বইয়ের প্রচ্ছদ এঁকে সুনাম অর্জন করেছেন। ফটোও তোলেন। তাঁর তোলা ফটো বিভিন্ন ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত হয়। ভারত ও বাংলাদেশের কয়েকটি উচ্চমানের সংকলনে তাঁর কবিতা আছে। প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা আটটি [স্পন্দন (২০১৪), কোলাজ (২০১৫), Rolling Window (২০১৬), শুটিং স্টার (২০১৭), রিহার্সাল (২০১৮), দুরন্ত জলরং (২০১৮), মেঘজন্ম-বৃষ্টিজন্ম (২০১৯), সাফারি (২০২০)]। ২০১২ সালে ‘কবিতাপাক্ষিক ৫০০ সম্মাননা’, ২০১৭ সালে ‘সমিধ সম্মাননা’, ২০১৭ সালে ‘উতল হাওয়া কবি সুমিতেশ সরকার স্মৃতি পুরস্কার’, ২০১৯ সালে নিউ দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ব্রজমাধব সাহিত্য’ ও ‘দিগঙ্গন সাহিত্য পত্রিকা’ পুরস্কার পেয়েছেন। ২০২০ সাল থেকে ‘রঙিন ক্যানভাস’ ওয়েবজিন-এর সম্পাদক রোশনি ইসলাম (যুগ্ম সম্পাদক সোনালি বেগম)। তাঁর কবিতায় শব্দ ও রং-এ সঞ্চারিত যে জীবনবোধ, তা গভীর মগ্নতায় তীর্ণ।
বিনোদন
ঝুমুর নাচ
ঢোল বাজছে
কাঁধে কাঁধ যেন সংহতির শেকল।
মাটি কেটে রাস্তা তৈরি হচ্ছে
দলবদ্ধ ওঁরাও মুণ্ডা সাঁওতাল…
সবুজ মাঠের পাশে
বয়ে যাচ্ছে নদী ঝিলমিল রোদ্দুর।
ডাক
রাতের আকাশে নক্ষত্র ফুল
শিউলি হাস্নুহানা রজনীগন্ধা
ঝিঁঝিপোকা জোনাকি
সুবর্ণরেখার চর।
আলোছায়া স্বপ্নের ডানা
নীল ধোঁয়া বটফল
হাঁসের দল।
সবুজ পথের ডাক
বহুদূরে
লাল প্রদীপ জ্বলে যায়।
Twinkling Light
(a ‘conversation poetry’)
There are two brothers and one sister named Gogol, Rohon, and Roshni respectively. They live in a town. They want to mingle all the beautiful things around them. They are well-concerned about their environment and want to save their beloved mother earth. A colourful twinkling light is spreading from the study table, along the bank of river or from rising sun and so on…
Gogol : You know, today we face ourselves in multifaceted global crisis.
Roshni : You are right Gogoda, it affects our health, the quality of our environment.
Rohon : You mean we are in a crisis of our very survival on this planet!
Gogol : While worldwide military spending is more than one billion dollars per day, but you
know every year more than fifteen million people die of starvation –––
Roshni : Oh! What a horrible situation! And most of the victims are children also. Thirty-five
percent of humanity lacks safe drinking water, that is our basic needs.
Rohon : On the contrary, industrial corporations dump toxic wastes anywhere they want without
caring our mother earth.
Gogol : Oh! Yes! This is also one of the cause to pollute our environment.
Roshni : The air, water and earth and green plants, living animals all make our environment.
Human society belongs to this environment.
Rohon : Thus, living things and non-living things are inter-related.
Gogol : Water conservation is also necessary. The fluffy clouds are flying over the sky. One day they all come down on earth, we get rain, we all get eternal call –––
Roshni : Now we can imagine, we are all running in a green field, inhaling and exhaling fresh
air, and fresh drinking water is available everywhere –––
Rohon : Gogoda, Roshnidi, we are now like a chirpy birds, isn’t it?
Gogol : Let’s go and shout ––– don’t dump garbage into the river…
Rohon : Keep our air clean.
Roshni : Don’t spoil the land.
Gogol : If we protect our environment, we can protect our health properly.
Roshni : (In dancing mood) Gogoda, here is your kadam-tree!
Gogol : (In singing mood) Oh yes, my dear kadam-tree you are so beautiful and catchy.
Rohon : (Laughing) What a beautiful sight I have seen today! Along the bank of pond there are
so many dragonflies and very small swimming fishes, they all are so alive!
Roshni : There are so many floating water-hyacinth. The blue colour is mixing into water and the
great vast sky is also blue, we are all part of the twinkling light that is eternal forever…
Then Gogol, Roshni and Rohon are watching national geographic channel in T.V. ‘No plastic, be eco-friendly…’ ––– such kind of subject-letters are floating on T.V. screen…
[Translated from Sonali Begum’s ‘Conversation poetry’]
সময়
দিন থেকে রাত হচ্ছে
সারাদিন টুকরো টুকরো সময়ে
অনেক ঘটনা ঘটে যাচ্ছে
চারদিকে।
কোনো কোনো ঘটনা মাইলস্টোন হয়ে যায়
পিছনে থাকা সময়
ফিরে আসে না
আর কোনো দিন-ও
বসন্ত বাতাস
সেই ব্রিজের নীচে রাস্তায় অসংখ্য
মানুষের জটলা। ক্লান্তিহীন
ছুটে যাচ্ছি, বসন্ত বাতাস বয়ে যাচ্ছে।
ধোঁয়া বিজ্ঞাপন ঘূর্ণিঝড় আলোর ঝলকানি –––
শিফন-শাড়ির উজ্জ্বল চমক তরুণীটির
ফিরে চাওয়া তরুণটির দিকে।
দোলা
মৃদুমন্দ বাতাস –––
উড়িয়ে নিয়ে যাচ্ছে
পোশাক, কিছুটা মন-ও।
নতুন ভোর
নদীর বালুচর
হারিয়ে যাচ্ছে বিষণ্ণতা।
প্রেম-সাগরে দোলা
যুদ্ধ-যুদ্ধ খেলা…
ঝরে পড়ছে মধু ও গরল।
দুলে ওঠে
ঝরাপাতার শব্দের চৈত্রমাস
স্ট্যাচু-স্ট্যাচু খেলা শেষে
ঘরে ফেরার পালা।
গোলাপ-পাপড়ি কাঁটাতার-বেড়া
এক দেশ থেকে অন্য দেশ –––
নৌকার পাল হাওয়ায় দুলে ওঠে।
বৃত্ত
আসা-যাওয়ার বৃত্ত চলতে থাকল
খোলা দরজা বৈশাখের দুপুর –––
দীর্ঘ প্রতীক্ষায় কোনো ইতিহাসবিদ
পৃষ্ঠার পর পৃষ্ঠা
ঘটনার ঘনঘটা
শুকনো পাতার মর্মরধ্বনি
বাতাসে
The Large and The Short
The universe is large.
And home is short.
Can you imagine the scene
It is on vast ocean a dot.
If you use a microscope.
It becomes very much funny
Because even in a dot
You can get unending journey.
From far away all things
Look like smaller worthless.
If you take a wide vision.
Nothing is insignificant and mess.
জীবন-জার্নাল
সন্ধ্যা নেমে এল
ঘড়ির কাঁটা ৬-টা বাজছে
সূর্যাস্ত হয়ে গেল
সে নিঃশব্দে সাঁকো পেরিয়ে
ল্যাম্পপোস্টের নীচে চুপচাপ দাঁড়িয়ে
নানান ভাবনায়
হঠাৎ মোবাইলে শোনা যাচ্ছে
তার ব্যাকুল কণ্ঠস্বর
জীবন-জার্নাল।
বেশ ভালো। খেলতে খেলতে শব্দ গুলো সম্পদ হয়ে উঠছ।
উত্তরমুছুনসুন্দর সব কবিতা। নিজস্ব স্বর। অভিনন্দন জানাই।
উত্তরমুছুনবিনোদন, ডাক, টুইংক্লিং লাইট, সময়, বসন্ত বাতাস, দোলা, দুলে ওঠে, বৃত্ত, দ্য লার্জ অ্যান্ড দ্য শর্ট, জীবন-জার্নাল, প্রত্যেকটি কবিতাই চমৎকার। খুব ভালো লাগল রোশনি।
উত্তরমুছুনপড়লাম। সবকটি কবিতাই উত্তম। ভালো লাগলো।
উত্তরমুছুনশব্দ শব্দ খেলা। বিভক্তি। ব্যাঞ্জনায় মুড়ে । শতর্ক আর বিশ্বাসের বুনন। মনের ভেতর উন্মাদনা । সমস্ত ঢেউগুলো একসাথে। খুব সুন্দর। আরো ভালো ও গভীর হোক আগামীর
উত্তরমুছুনজন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।